ঢাকা

সারা দেশে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে : প্রেস সচিব

রনজিত কুমার পাল (বাবু)সিনিয়র রিপোর্টার: ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের কালামপুর বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার,যাদবপুর ইউনিয়নের ষাইট্টা গ্রামের ৫০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী বট-পাকুড় গাছ ও কুশুরা ইউনিয়নের হলুদের সমারোহ সরিষা ক্ষেত পরিদর্শন করেন অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে।

এর আগে তিনি মাজারে দোয়ায় অংশ নেন। শফিকুল আলম বলেন “হ্যাঁ” ভোটের মাধ্যমে দেশে নিশ্চিত হবে নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা।

স্বৈরাচার, অনাচার ও অত্যাচার আর ফিরে আসবে না। প্রেস সচিব বলেন আরও জানান ‘নির্বাচন কমিশনে ভোট গ্রহণ নিয়ে কোনো সমস্যা হবে না। তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে।’

ভোটারদের শান্ত ও ধৈর্যের সঙ্গে ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান শফিকুল আলম।

মাজার প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘বুচাই পাগলার মাজার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। মাজারে আঘাত বা ভাঙচুর অত্যন্ত নিন্দনীয় কাজ। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বুচাই পাগলার মাজারে হামালা চালিয়ে ভাঙচুর করে ‘তৌহিদি জনতা’ পরিচয়দানকারী একদল লোক, তিনি বলেন যারা এসব কাজে লিপ্ত থাকবে তাদের প্রতিহত করতে হবে।

সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে প্রেস সচিব বলেন সাংবাদিকদের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব ও কর্তব্য, পাশাপাশি রাজনৈতিক দল ও সকল নাগরিকদের সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া দায়িত্ব।

এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবীব,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, বুচাই পাগলার মাজার পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, ধামরাই থানার পুলিশ সদসস্যবৃন্দ।

এরপর ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের ষাইট্টা গ্রামের ৫০০ বছরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী বট-পাকুড় গাছ পরিদর্শন করেন। এরপর কুশুরা ইউনিয়ন হলুদের সমারোহ সরিষা ক্ষেত পরিদর্শন করে, পরে চ্যানেল নাইনের ব্যবস্হাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পীর ধামরাই পৌরসভার পাঠানটোলা বাড়ীতে খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

এই বিভাগের আরও সংবাদ