আমরা বৃহত্তর সিলেটের শিক্ষা ব্যবস্থাকে সর্বাধুনিক পর্যায়ে নিয়ে যেতে চাই: মাহিদুর রহমান


সিলেট সংবাদদাতা: বিশিষ্ট শিক্ষানুরাগী, ব্রিটেনের কমিউনিটি ব্যক্তিত্ব ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান বলেছেন, আমরা বৃহত্তর সিলেটের শিক্ষা ব্যবস্থাকে সর্বাধুনিক পর্যায়ে নিয়ে যেতে চাই। অর্থ কিংবা প্রযুক্তির অভাবে যেন আমাদের সন্তানরা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আমাদের প্রাণের সংগঠন বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকে দেশের বৃহৎ স্বার্থে ছাত্র-ছাত্রীদের শিক্ষার পিছনে ব্যাপক কাজ করে যাচ্ছে। ২০১২ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি এ বছর বৃহত্তর সিলেটের ৫৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০ লক্ষ টাকা অনুদান দিয়েছে। বিগত বছরে অনুদানের পরিমাণ ছিল ৪০ লক্ষ টাকা।
মাইদুর রহমান আরো বলেন, আমরা উত্তরোত্তর এই অনুদানের পরিমাণ বাড়াতে চাই। আমরা চাই শিক্ষায় আমাদের সিলেট বিভাগ হবে দেশের সেরা বিভাগ।
যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটেবল সংস্থা বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে গত ২৩ জানুয়ারি শুক্রবার সিলেট সদর উপজেলার খাদিমপাড়ায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মুহিব উদ্দিনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানেই দেশের ভবিষ্যৎ গড়ার কারিগরদের উৎসাহিত করা। বিএসইটি-এর এই উদ্যোগ সিলেটের শিক্ষা বিস্তারে অত্যন্ত সহায়ক হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসইটি-এর প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান মুহিন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মাসুদ রানা, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আলী আকবর, বিএসইটি-এর উপদেষ্টা সৈয়দ আব্দুল বাশার এবং বিসিএ-এর সাবেক সভাপতি পাশা খন্দকার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দিবাশীষ দেবনাথ এবং বিএসইটি-এর সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি সৈয়দ মুহিবুর রহমান।
জামাল উদ্দিনের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির অধ্যাপক আশরাফ আল হক, অধ্যাপক ফরিদ আহমেদ, বিএসইটির কোষাধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি আফতাব আহমেদ, মেম্বারশিপ সেক্রেটারি জাকির হোসেন, শেখ ফারুক আহমেদ, ব্যবসায়ী শহীদ আহমেদ এবং ট্রাস্টি নাজম উদ্দিন নজরুল, কালীজুড়ি প্রভাতী সংঘের জহির উদ্দিন ও হিফজুর রহমান, আব্দুল গফুর হাই স্কুল এন্ড কলেজের মো. আব্দুল্লাহ আল কামাল, শরেরগজ হাফিজিয়া মাদ্রাসার হুমায়ুন কবির মিয়া, শাহ হেলাল হাইস্কুলের দিলওয়ার হোসেন খান, মানিককোনা হাইস্কুল এন্ড কলেজের মনিকুর রহমান, জনতা হাইস্কুলের আবুল হোসেন, তোফায়েল বশির উচ্চ বিদ্যালয়ের জামাল উদ্দিন, নতুনবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের আব্দুল মুহিত, পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি হাই স্কুলের আব্দুস শফিক, বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের আব্দুস শফিক, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের আব্দুস শফিক, চন্দগ্রাম হাই স্কুল এন্ড কলেজের এ কে এম ইয়াহিয়া, আঠারিয়া হাইস্কুল এন্ড কলেজের মো. দিলওয়ার হোসেন, ইকরচই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সিরাজ মিয়া, পূর্ব আরাজি চাদপুর হাই স্কুলের আসমা আক্তার, চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আসমা আক্তার, জামিয়া মাদানিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার আফতার আহমেদ, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার শেখ ফারুক আহমেদ, শেখ আব্দুর রাজ্জাক হাফিজিয়া মাদ্রাসার শেখ ফারুক আহমেদ, এম. মন্তাজ উদ্দিন চৌধুরী স্কুল এন্ড কলেজের ড. সানোয়ার চৌধুরী, আব্দুর রশিদ হাই স্কুলের মোহাম্মদ আবুল লাইছ, জগদল আল ফারুক হাই স্কুলের ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, পুরুষপাল মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার জাকির হোসেন, মাথিউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের জাকির হোসেন, টি জান্নাত বিএনকে হাই স্কুল এন্ড কলেজের ফাহাদ আহমেদ ও আজাদ চৌধুরী একাডেমির মামুন চৌধুরী প্রমুখ।



