ঢাকা

ঢাকার ধামরাইয়ে গণভোট ২০২৬ বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত

রনজিত কুমার পাল (বাবু)সিনিয়র রিপোর্টার: ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মসজিদের ইমাম মন্দিরে পুরোহিতের সাথে গণ ভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় সময় ধামরাই উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বলেন ভোট দেয়া আমাদের অধিকার, অতীতের সরকার আমাদের বঞ্চিত করেছে এটা নিঃসন্দেহে একটি খারাপ কাজ, এবার আমরা ভোটাধিকার হতে বঞ্চিত হতে চাই না আমরা সকলেই ভোটাধিকার প্রয়োগ করবো। একজন নাগরিক হিসেবে উপযুক্ত জনপ্রতিনিধি নির্বাচিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।

আমাদের এই দায়িত্ব কর্তব্য পালন না করি, আমরা যদি ভোট দিতে না যাই, আমরা যদি উপযুক্ত প্রার্থীকে নির্বাচিত না করি এতে করে যদি একজন খারাপ শাসক চলে আসে ও খারাপ কাজকর্ম সম্পন্ন করে তাহলে এর দায়ভার আমাদের কেই নিতে হবে এবং আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব।

সকল জনগণের পক্ষে ভোট দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। তাই সকলেই ভোট দিতে যাবেন, আপনার নির্ধারিত প্রার্থীকে ভোট দেয়ার পাশাপাশি গণভোটের প্রতীক ক্রস ও রাইট প্রতীকে আপনার গণভোটের পক্ষ হলে রাইট এবং বিপক্ষ হলে ক্রস প্রতিকে ভোট দিবেন।কিন্তু সকলেই অবশ্যই ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার( ভূমি) রিদওয়ান আহাম্মেদ রাফি, উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মো: আরিফুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জনাবা নার্গিস আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার, পাট বিষয়ক কর্মকর্তা আতিকুর রহমান সহ উপজেলাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, স্কুল শিক্ষক, মসজিদের ইমাম ও ধামরাই উপজেলার বিভিন্ন মন্দিরের পুরোহিতগণ।

এই বিভাগের আরও সংবাদ