নওগাঁ
পোরশায় মালিকবিহীন ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি


ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: ভারতীয় সীমান্ত এলাকা নীতপুর বিওপির টহলরত বিজিবি সদস্যরা টেকঠা গ্রামের পাশ থেকে দুটি মহিষ আটক করা হয়।
বৃহস্পতিবার ভোরে ১৬ বিজিবি সুবেদার মোহাম্মদ আলী খান এর নেতৃত্বে একটি টহল দল উপজেলার নিতপুর ইউনিয়নের টেকঠা গ্রামের পাশ থেকে মহিষ দুটি কে আটক করতে সক্ষম হয়। আটক কালে মহিষের আশপাশে মালিকের খোঁজ করেও কাউকে পাওয়া যায়নি।
আটককৃত ভারতীয় মহিষ ০২টি পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।জানতে চাইলে,নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।



