পোরশায় ভারতীয় মহিষসহ চোরাকারবারি আটক


ইসমাইল হোসেন, পোরশা নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে এক চোরাকারবারি সহ দুইটি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার ভোরে ১৬ বিজিবির নিতপুর বিওপির সদস্যরা ভুট্টা পাড়া গ্রাম থেকে দুইটি মহিষ এক চোরাকারবারি আটক করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ১৬ বিজিবির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইলিয়াসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার নিতপুর ইউনিয়নের ভুট্টা পাড়া গ্রামের বালু ভাঙ্গা মাঠ থেকে দুইটি ভারতীয় মহিষ সহ চোরাকারবারি মিজাইল (৩৫)কে আটক করা হয়। তিনি কালাইবাড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে। আটককৃত ভারতীয় মহিষ চোরাকারবারিকে পোরশা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে। তিনি সীমান্ত অপরাধ দমনে তাঁর বাহিনীর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।



