ভোলা

প্রেমের টানে চীনের তরুণ ভোলায়

ইয়ামিন হোসেন, ভোলা: ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে প্রেমের টানে ছুটে এসেছে এক চীনা তরুণ। শিবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সুইচগেট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চীনা যুবক চিংচং (৩৫) এবং ভোলার মেয়েটির নাম ফেরদৌস বেগম (১৯)। ফেরদৌস বেগম পড়াশোনা করেছেন ৮ম শ্রেণি পর্যন্ত।

ভোলার মেয়ে ফেরদৌস জানান ফেসবুকের পরিচয় থেকেই শুরু সম্পর্ক

প্রায় এক বছর আগে ফেসবুক–এ তাদের পরিচয় ঘটে। সেখান থেকেই শুরু হয় নিয়মিত যোগাযোগ। প্রথমে বন্ধুত্ব, পরে ধীরে ধীরে তা গড়ায় প্রেমের সম্পর্কে।

সম্পর্কে গভীরতা বাড়লে চিংচং সিদ্ধান্ত নেন বাংলাদেশে আসার। গত ১৬ তারিখ তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে, ফেরদৌস নিজে উপস্থিত থেকে তাকে রিসিভ করে ভোলায় নিয়ে আসেন।

স্থানীয়রা জানান, দুজনের ভাষা ভিন্ন হওয়ায় মাঝে মাঝে ছোটখাটো ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়। চীনা ভাষা জানেন না ফেরদৌস, আর বাংলা বোঝেন না চিংচং—এ কারণে যোগাযোগে কিছুটা অসুবিধা দেখা দিচ্ছে।

তবে বিষয়টি তারা মোবাইলের অনুবাদ অ্যাপ ব্যবহার করে সামলে নিচ্ছেন বলে জানান স্থানীয়রা।

চীনা যুবক মুসলিম হবে এ শর্তে ফেরদৌসের পরিবার বিয়েতে রাজি হলেও আইনগত প্রক্রিয়া নিশ্চিত করতে তারা স্থানীয় আইনজীবীদের সঙ্গে আলাপ করছে, এরপরই আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করবেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সঠিক আইনি প্রক্রিয়া শেষে শীঘ্রই তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ