আন্তর্জাতিক

দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮

ভারতের দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এনডিটিভি জানিয়েছে, সোমবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে এই বিস্ফোরণের খবর পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর ওই গাড়ির কাছে থাকা আরও তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায়।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলের চারপাশে বিশাল জনতার ভিড় লেগে আছে। বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বলছে।

আরেকটি ভিডিওতে ভাঙা গাড়ির কাঁচ এবং মাটিতে পড়ে থাকা একজন আহত ব্যক্তিকে দেখা গেছে। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

লাল কেল্লা পুরনো দিল্লির জনাকীর্ণ এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

এই বিভাগের আরও সংবাদ