রাজশাহী

গাংগুইয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ইসমাইল হোসেন, পোরশা নওগাঁঃ পোরশা উপজেলার গাংগুরিয়া ডিগ্রী কলেজ হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার মান উন্নয়নে সোমবার ১০ নভেম্বর সকালে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী সমাবেশে বক্তব্য রাখেন।

আরও রাখেন কলেজের সভাপতি জনাব মোঃ মোফাজ্জল হোসেন , শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী, অভিভাবক বৃন্দ।

বক্তারা বলেন, কলেজের শিক্ষার মান উন্নয়নে অভিভাবক,শিক্ষক ও শিক্ষার্থীদের একযোগে কাজ করতে হবে। বাবা-মা সন্তানের উপর নজর রাখতে হবে। শিক্ষকদের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে ব্যস্ত রাখতে হবে মানসম্মত পাঠদান দিতে হবে।দুর্বল শিক্ষার্থীদের জন্য অভিভাবকের পরামর্শক্রমে অতিরিক্ত ক্লাস নিতে হবে।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অত্র কলেজের শিক্ষক প্রভাষক মোঃ লোকমান হোসাইন।

জনাব সভাপতি সাহেব সকল বাবা-মা সন্তানের উপর সুনজর রেখে নিয়মিত কলেজে পাঠানোর ব্যাপারে সজাগ দৃষ্টি দিয়ে শিক্ষকদের শিক্ষার বিষয়ে আরো উন্নত হওয়ার পরামর্শ প্রদান করে অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ করেন।

এই বিভাগের আরও সংবাদ