শ্রীনগরে ডাকাতির ঘটনায় র্যাব-ডিবির পাঁচ সদস্যসহ গ্রেফতার ৭


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর থেকে দোহার যাওয়ার পথে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুদিন পর র্যাব ও ডিবি পুলিশের ৫ সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার সকালে ঢাকার সাভার ও মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
তাদের কাছ থেকে ৩৯ লাখ ১০ হাজার টাকা, একটি মোবাইল ফোন সেট ও একটি পিস্তল সাদৃশ্য লাইটার উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন হেলাল হোসেন, শরীয়তুল্লাহ শাওন, মো. মাকিবুল ইসলাম, মিজান হোসেন, ফরিদ হোসেন, রাকিবুল ইসলাম ও মো. কবির হোসেন।
তাদের মধ্যে হেলাল হোসেন ও শাওন ঢাকা জেলা ডিবি পুলিশে কর্মরত। মো. মাকিবুল ইসলাম, মো. মিজান হোসেন ও ফরিদ হোসেন র্যাব-১০’র ভাগ্যকুল ক্যাম্পে কর্মরত। বাকী দুজনের মধ্যে কবির হোসেন গাড়ির চালক ও রাকিবুল ইসলামের বাড়ি থেকে ছিনতাইয়ের টাকা উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, রাকিবুল ইসলাম পুলিশ থেকে, মো. মিজান হোসেন ও ফরিদ হোসেন সেনা সদস্য থেকে র্যাবে যোগ দেন। গ্রেফতারকৃদের মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৬ নভেম্বর দোহারের স্বর্ণ ব্যবসায়ী আকাশ আসীম শ্রীনগর বাজারের স্বর্ণ ব্যবসায়ী রাজীব দাসের কাছে ২১ ক্যারেটের ৩৯ ভরি স্বর্ণ বিক্রি করেন। পরদিন ৭ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে আকাশ আসীম তার ভাই বিমল দাসকে নিয়ে শ্রীনগর থানা সংলগ্ন রাজিব দাসের বাড়ি থেকে স্বর্ণ বিক্রির ৬৫ লাখ টাকা নগদ বুঝে নেয়।
পরে তারা সিএনজি অটোরিক্সা যোগে দোহারের জয়পাড়ার দিকে সকাল সোয়া ৭টার দিকে তারা শ্রীনগর-দোহার সড়কের রাঢ়ীখাল ইউনিয়নের তিন দোকান এলাকায় পৌঁছলে একটি সাদা মাইক্রোবাস তাদের অটোরিকশার গতিরোধ করে। নাম্বারবিহীন গাড়ি থেকে নেমে সংঘবদ্ধ ৮-৯ ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে গাড়িতে উঠতে বলে। আসীম ও তার ভাই তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা এলোপাথারি মারধর শুরু করে এবং ৬৫ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তুলে নিয়ে মাওয়ার দিকে রওনা দেয়। প্রায় বিশ মিনিট পর আসীমকে মাওয়া টোল প্লাজার সামনে ও বিমল দাসকে আরো কিছুক্ষন ঘুরিয়ে একই স্থানে নামিয়ে দেয়।
তারা জানান, তুলে নেওয়ার সময় একজনের গায়ে ডিবি লেখা কটি ও কোমরে আগ্নেয়াস্ত্র ছিল।
ছিনতাইকারীরা তাদের কাছ থেকে দুটি মোবাইলফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় আকাশ আসীম বাদী হয়ে গত শনিবার সকালে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। পরদিনই মুন্সীগঞ্জ ডিবি পুলিশ সাভার ও শ্রীনগরে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে। ৭ জনকে গ্রেফতারের খবর শুনে শ্রীনগর থানায় ছুটে আসেন আকাশ অসীম ও তার ভাই।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান জানান, গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



