শ্রীনগরে ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ উপলক্ষে অগ্নিনির্বাপণ মহড়া


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ-মহিলা)-২০২৫’র চলমান প্রশিক্ষণ শুরু হয়েছে। চলমান প্রশিক্ষণে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে ফায়ার ড্রিল প্রশিক্ষণের আয়োজন করে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন।
রবিবার সকালে উপজেলার কোলাপাড়া ইউনিয়ন অনুষ্ঠিত ভিডিপি’র চলমান প্রশিক্ষণের অংশ হিসেবে প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট দুর্যোগ সম্পর্কে করনীয় সমন্ধে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা ফারজানা আক্তার ও শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার গণ, আনসার সদস্যসহ চলমান প্রশিক্ষণে অংশ গ্রহনকারী শতাধিক নারী-পুরুষ।
জানা গেছে, গত ২ নভেম্বর শ্রীনগর উপজেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে ভিডিপি’র চলমান প্রশিক্ষণ উপজেলার কোলাপাড়া ইউনিয়নে শুরু হয়। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ চলমান থাকবে।



