রাজধানী

কাকরাইলে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে ককটেল হামলা

রাজধানীর কাকরাইলে ঐতিহ্যবাহী সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে চার্চের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরিত হয়, অপরটি চার্চের ভেতর থেকে অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় কেউ হতাহত না হলেও চার্চ ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, রাতে চার্চের ফটকের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি ককটেল স্টিলের পাতে বিস্ফোরিত হয়েছে, আরেকটি ককটেল চার্চের ভেতরে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়।

রমনা থানার এসআই মামুনুর রশিদ মামুন যুগান্তরকে বলেন, ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, কে বা কারা চার্চ লক্ষ্য করে দুটি হাতবোমা নিক্ষেপ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একটি বিস্ফোরিত হয়েছে, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে।

চার্চ কর্তৃপক্ষ জানায়, শনিবার (৮ নভেম্বর) চার্চ প্রাঙ্গণে একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের কথা ছিল, যেখানে দেশের বিভিন্ন গির্জা থেকে প্রায় ৬০০ অতিথি অংশ নেওয়ার কথা। ঘটনার পর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ।

সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের পাল পুরোহিত আলবার্ট রোজারিও গণমাধ্যমকে বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি। আমরা পুলিশের সঙ্গে কথা বলছি। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হামলার পর ঘটনাস্থলে রমনা থানা, সিআইডি, ডিবি এবং বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা কাজ করেন। চার্চের চারপাশে নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। পুলিশ বলছে, হামলার উদ্দেশ্য ও জড়িতদের পরিচয় উদঘাটনে কাজ চলছে।

এই বিভাগের আরও সংবাদ