মুন্সিগঞ্জ
শ্রীনগরে ফায়ার সার্ভিসের উদ্যোগে জনসচেতনতামূলক মহড়া


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেফটি ট্যাংকির সার্বিক নিরাপত্তা ও পরিস্কার পরিচ্ছন্না কাজে দিকনির্দেশনামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শ্রীনগর চকবাজার সেতুর ওপরে শ্রমিকদেরকে নিয়ে এই মহড়ার আয়োজন করে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন।
জনসচেতনতামূলক মহড়াটি পরিচালনা করেন ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। সেফটি ট্যাংকিতে কাজ করার সময় যে সকল নিরাপত্তা অবলম্বন করতে হয় সেসব বিষয়ের ওপর উপস্থিত শ্রমিকদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
এছাড়া হঠাৎ অগ্নি-নির্বাপণে করনীয় সমন্ধে আলোচনা করা করেন। এ সময় প্রায় ৫ শতাধিক বিভিন্ন শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।
ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, জনসচেতনতায় এ ধরণের মহড়া ও ভিডিও প্রদর্শনী অব্যাহত খাকবে।



