বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন ও নারীদের সেলাই মেশিন বিতরণ


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও নারীর স্বাবলম্বীতা বৃদ্ধিতে ফগার মেশিন এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। তিনি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের হাতে ফগার মেশিন এবং দুস্থ ও অসহায় ১০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী,উপজেলা মেডিকেল অফিসার(MCHFP)ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা,মো: শাহরিয়ার শামীম,উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন এবং সহকারী প্রোগ্রামার মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এর আগে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান সুনগর ইউনিয়ন ভূমি অফিস, বেতাগা ইউনিয়ন পরিষদ, বেতাগা ইউনাইটেক মাধ্যমিক বিদ্যালয়, বেগতা বিঘাই আশ্রয়ন কেন্দ্র, উপজেলা নির্বাহী অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও ফকিরহাট মডেল থানা পরিদর্শন করেন। পরে তিনি এক মতবিনিময় সভায় অংশ নেন।
জেলা প্রশাসক বলেন, দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। তাই ইউনিয়ন পর্যায়ে ফগার মেশিন বিতরণ করা হয়েছে, যাতে স্থানীয় প্রশাসন কার্যকরভাবে মশা নিধনে কাজ করতে পারে। তবে সবচেয়ে জরুরি বিষয় হলো জনগণের সচেতনতা সবাই সচেতন থাকলে ডেঙ্গু সংক্রমণ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, অসহায় ও দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিতে সেলাই মেশিন প্রদান করা হয়েছে, যাতে তারা ঘরে বসেই কর্মসংস্থান তৈরি করে স্বাবলম্বী হতে পারেন।



