মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতালে প্যাশন ট্রলি ও হুইলচেয়ার প্রদান


আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পেশেন্ট টলি ও হুইল চেয়ার প্রদান করা হয়েছে ।
সোমবার বেলা ১২ ঘটিকার সময় নতুন ভবনের নিচ তলায় এক মুন্সীগঞ্জ পৌর ২ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মাসুম ও শফিকুর রহমান রিপনের উদ্যোগে এবং শহর বিএনপি নেতা রাজু আহমেদ রাজা ও ২ নং ওয়ার্ড বিএনপি নেতা খলিলুর রহমানের আয়োজনে এইসব উপকরণ প্রদান করা হয় । এ সময় পাঁচটি হুইলচেয়ার এবং চারটি পেসেন্ট টলি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন আয়োজকরা ।
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক আহমেদ কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম এরাদত মানু। এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি শাহিন মিয়া, এনামুল ইসলাম, হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট নিজামুদ্দিন হেলাল এবং চিকিৎসক সাংবাদিক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ।



