টংগিবাড়ীর কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত


মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে কাঠাদিয়া-শিমুলিয়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক আজ বিকেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুন্সীগঞ্জ ২(লৌহজং ও টংগিবাড়ী) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র যুগ্ম মহাসচিব “এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ”।
তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি’র ঘোষিত ৩১ দফা একটি অনন্য ও দূরদর্শী কর্মসূচি, যা দেশের সার্বিক উন্নয়নের জন্য একটি সুসংহত রূপরেখা হিসেবে বিবেচিত। ৩১ দফার মূল লক্ষ্য হলো গণতন্ত্রের সুরক্ষা, শিক্ষা ব্যবস্থার সংস্কার, স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, মানবাধিকার সংরক্ষণ, দুর্নীতির প্রতিরোধ, কৃষির টেকসই উন্নয়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জনাব আলী আজগর রিপন মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও সভাপতি, টংগিবাড়ী উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রফিক বেপারী, ভারপ্রাপ্ত সভাপতি, কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন বিএনপি।



