শ্রীনগরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে গ্রাম আদালতের বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও’র সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণের কোর্স সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন।
প্রশিক্ষণের রির্সোস পারসোন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার অনিক রায়।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম আদালত মুন্সীগঞ্জ জেলা ম্যানেজার মো. কবির উদ্দিন, উপজেলা সমন্বয়কারী (বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প ৩য় পর্যায়) মো. মিজানুর রহমান ও জাহাঙ্গীর আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উক্ত প্রশিক্ষণে ডিএমআইই পদ্ধতি, উদ্দেশ্য এবং তা বাস্তবায়নের প্রক্রিয়ায় ইউপি প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মীর দ্বায়িত্ব কর্তব্য, অভিযোগ গ্রহন ও নিষ্পত্তির ত্রৈমাসিক প্রতিবেদন প্রস্তুত এবং স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগীতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করানোর পাশাপাশি উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের সুষ্ঠ বাস্তবায়ন প্রক্রিয়াকে আরো গতিশলি করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা দ্বায়ত্ব ও করণীয় সমন্ধে আলোচনা করা হয়।



