শাহজাদপুরে জনপ্রিয় হয়ে উঠেছে ভ্রাম্যমাণ ডায়াবেটিস বাজার


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ফজরের নামাজের “আল্লাহু আকবার” ধ্বনির সময় থেকে মানুষের কর্মব্যস্ত হওয়ার আগ মূহুর্ত পর্যন্ত জমজমাট ভাবে চলছে ভ্রাম্যমাণ ডায়াবেটিস বাজার।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের যমুনা নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সুইচ গেটে প্রতিদিন বসছে এই ভ্রাম্যমাণ ডায়াবেটিস বাজার। বাজারটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর সরকারি যায়গায় অস্থায়ী ভাবে বসে এবং ভোর বেলায় সবাই হাঁটাহাঁটি করতে বেরিয়ে এই বাজার থেকে বাজার করার সুবাদে এই বাজারের নাম হয়েছে ডায়াবেটিস বাজার। বাজারটি ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত চলে।

এই বাজারে কাঁচা সবজি থেকে শুরু করে মাছ-মাংস সবকিছুয় পাওয়া যায় স্বল্প মূল্যে। এছাড়াও এই বাজারটি যমুনা নদীর তীরে হওয়ার এবং খুব ভোরে বাজার বসার কারনে সবকিছু অনেক তরতাজা এবং ক্ষতিকর কেমিক্যাল মুক্ত। এই অঞ্চলের আশেপাশের মানুষ তাদের গাছের কাঁচা সবজি বিক্রি করে থাকে পাশাপাশি যমুনা নদীর মাছের চাহিদা যেন আকাশচুম্বী। এছাড়াও এখানকার দেশী মুরগী, পাকা পেঁপের ব্যাপক চাহিদা রয়েছে। তবে যমুনার মাছ কিনতে আশেপাশের প্রায় ৮ থেকে ১০ গ্রামের মানুষ ভীড় করে। কৈজুরী ইউনিয়নের লোহিন্দাকান্দী, গুধিবাড়ী, জালালপুর, জামিরতা, ভাটপাড়া, গুপেখালী ও জাফরগঞ্জসহ বিভিন্ন এলাকায় মানুষ যমুনার টাটকা মাছ এবং টাটকা সবজি ক্রয় করার উদ্দেশ্যে এখানে আসেন।

ভ্রাম্যমাণ ডায়াবেটিস বাজারের আশেপাশের এলাকায় মানুষের কাছে টাটকা খাবারের জন্য এবং যমুনার মাছের জন্য এই ভ্রাম্যমাণ ডায়াবেটিস বাজার অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।
এখানে বাজার করতে আসা লোহিন্দাকান্দী গ্রামের সেলিম রেজা, গুধিবাড়ী গ্রামের নূর হোসেন, নূর নবী ও ভাটপাড়া গ্রামের রাজীব শেখ জানান , তাঁরা খুব ভোরে প্রতিদিন হাঁটাহাঁটি করেন। শুধু হেঁটে সময় নষ্ট করার থেকে তারা প্রতিদিন ভ্রাম্যমাণ ডায়াবেটিস বাজার থেকে বাজারের দরকারি সবকিছু কিনে থাকেন এবং পন্যের দাম ও মান ভালো পেয়ে থাকেন।

জামিরতা গ্রামের মোঃ রফিকুল ইসলাম বলেন, আমি প্রায় প্রতিদিন যমুনার টাটকা মাছ কেনার জন্য এই বাজারে আসি। এখানে ছোট - বড় সব ধরণের যমুনার মাছ খুব স্বল্প মূল্যে পাওয়া যায়। আবার তিনি মাছ বিক্রেতাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, কিছু কিছু সময় যমুনার মাছের তুলনায় ক্রেতা বেশি হলে তখন খুব চড়া মূল্য চেয়ে বসে থাকেন।
এখানকার ভ্যারাইটিজ ব্যবসায়ী এমদাদুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এখানে বেচাকেনা হয়। অল্প সময় হলেও ভালো বিক্রি হয়। এজন্য আমরা একটু স্বল্প লাভেই পণ্য বিক্রি করে থাকি।
আরেক ব্যবসায়ী মোঃ কুরবান আলী বলেন, ভোর বেলায় আমরা যে পরিমাণ বিক্রি করি তা অন্য অন্য যায়গা সারাদিনও সম্ভব হয় না।
ভ্রাম্যমাণ ডায়াবেটিস বাজারে বেশিরভাগ মানুষ মনে করে এমন বাজার বসার জন্য টাটকা সবজি, নদীর মাছ তারা ক্রয় করতে পারছে এবং কেমিক্যাল মুক্ত খাবার গ্রহণের মাধ্যমে সুস্থ জীবন যাপন করতে সক্ষম হচ্ছেন।



