ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা


ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগীতায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান-বিন-মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মহিউদ্দিন, ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, অনুষ্ঠান স্বার্বিক তত্ত¡াবধানে ছিলেন উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী শিমুল বড়াল, অধ্যক্ষ ছাইয়েদুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিস লিডার শরিফুল হক, রেড ক্রিসেন্টের সহকারী প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন, রূপসি বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক আজাদ হোসেন বাচ্চু, পত্তাশী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান কাওসার হাওলাদার, পল্লী বিদ্যুৎ ইনচার্জ দিদারুল আলম সহ উপজেলা প্রাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।



