কিশোরগঞ্জ

কটিয়াদীতে সিরাতুন্নবী (সা) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে উলামা বিভাগের আয়োজনে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কটিয়াদী উলামা বিভাগের সভাপতি মাওলানা মুফতি শফিকুল ইসলাম নুরী।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড . মুফতি আবুল কালাম আজাদ বাশার।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলাম কিশোরগঞ্জ জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক ,পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক , কটিয়াদী উপজেলা জামাত ইসলামের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, জামায়েত ইসলাম মনোনীত কিশোরগঞ্জ ২ আসনের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল , কিশোরগঞ্জ জেলা জামাতের ইউনিট সদস্য অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম খালেদ , ফেকামারা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম বিপ্লব, কটিয়াদী উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান ।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ।

বক্তারা হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের বিভিন্ন দিক যেমন তাঁর শৈশব, নবুয়ত লাভ, মক্কায় ও মদিনায় তাঁর দাওয়াতি কার্যক্রম, চরিত্রের উৎকর্ষ, সত্যবাদিতা, ন্যায়বিচার, সহনশীলতা ও মানবসেবার আদর্শ নিয়ে বিশদ আলোচনা করেন। তাঁরা সমাজে শান্তি, ন্যায়নীতি, ভ্রাতৃত্ববোধ, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহযোগিতা প্রতিষ্ঠার জন্য সবাইকে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বর্তমান সমাজে পারস্পরিক হিংসা, বিদ্বেষ, অনৈতিকতা ও অবিচার বাড়ছে। এসব দুর্নীতি, অবিচার থেকে সমাজকে মুক্ত করতে হলে আমাদের নবীজির আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে। তাঁরা তরুণ প্রজন্মকে ইসলামী শিক্ষার আলোয় আলোকিত হয়ে সঠিক পথে পরিচালিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ