পঞ্চগড়ে আহমদিয়াদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে মানবাধিকারকর্মীদের দল


আল মাহমুদ দোলন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও স্থাপনা পরিদর্শন করেছে মানবাধিকার সংগঠনগুলোর সাত সদস্যের একটি প্রতিনিধিদল। শুক্রবার বিকেলে দলটি পঞ্চগড় জেলা শহরের উপকণ্ঠে আহম্মদনগর এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর, মসজিদসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখে এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে।
প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক আইনজীবী সারা হোসেন। পরিদর্শনের সময় প্রতিনিধিদলটি আহমদিয়াদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামেয়া আহমদিয়া বাংলাদেশ’-এ আশ্রয় নেওয়া নারী ও শিশুদের সাথেও কথা বলেন। এই নারীরা সম্প্রতি সংঘটিত সহিংসতার শিকার হয়েছেন এবং বর্তমানে নিরাপত্তার জন্য সেখানে আশ্রয় নিয়েছেন।
উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পঞ্চগড়ের আহম্মদনগর ও শালশিরি এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘর ও অন্যান্য স্থাপনায় হামলা চালানো হয়। এতে প্রায় ১১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের প্রায় ৪০০ জন সদস্য ‘জামেয়া আহমদিয়া বাংলাদেশ’-এ আশ্রয় নিয়েছে।
ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলার পর সারা হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা দেশের বিভিন্ন স্থানে সহিংসতার শিকার হওয়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এখানে এসেছি। আমরা ক্ষতিগ্রস্তদের সুরক্ষার জন্য সরকারকে নিরাপত্তা ব্যবস্থা, ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানাচ্ছি। বিশেষ করে, যারা এই সহিংসতার শিকার হয়েছেন, তারা এখনো আতঙ্কে আছেন। তাদের আতঙ্ক কাটানোর জন্য জরুরি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আমাদের আবেদন।”
প্রতিনিধিদলটি আরও জানায়, সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি, এই ঘটনা সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করাও তাদের উদ্দেশ্য। তারা হামলাকারীদের বিচারের আওতায় আনতেও জোর দাবি জানিয়েছে।



