শেষকৃত্য অনুষ্ঠানে বিষাক্ত মদ পানে ৪২ জনের মৃত্যু

0
129

মেক্সিকোতে একটি শেষকৃত্য অনুষ্ঠানে বিষাক্ত মদ পান করে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ১১ জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ঘটনাটি ঘটেছে মধ্য মেক্সিকোর পুয়েবলা রাজ্যে। বুধবার স্থানীয় সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, মদ পান করে নিহত ও আহতদের সবাই মেক্সিকো সিটি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের ছিনকোনকুয়াতলায় একটি শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

বিষাক্ত পানীয় পান করার পর বমি ও মাথাব্যথা নিয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন অনেকে।কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাসে মহামারির কারণে মেক্সিকোতে বিয়ার ও অন্যান্য মদ্য পণ্যের সংকট দেখা দিয়েছে। ফলে অনেকে মারাত্মক ভেজাল মদ পানে ঝুঁকছেন।

গত মাসে ভেজাল মদ পান করে মেক্সিকোর জালিসকো রাজ্যের পশ্চিমাঞ্চলে ২১ জনের মৃত্যু হয়।এদিকে, উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণের দেশটিতে করোনাভাইরাসের প্রকোপও ব্যাপক আকার ধারণ করেছে। মেক্সিকোতে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ৪ হাজারের বেশি মানুষের।