ধামরাইয়ে করোনা ভাইরাস নিয়ে পল্লী চিকিৎসকদের করণীয় বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

0
120

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে পল্লী চিকিৎসকদের করণীয় বিষয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বুধবার (১৩ই মে ২০২০ খ্রীস্টাব্দ) সকাল ১১ ঘটিকার সময় পল্লী চিকিৎসকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ধামরাই উপজেলার সকল জনগণকে স্বাস্থ্যসেবার আওতায় আনার লক্ষ্যে আজ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ১১টায় পল্লী চিকিৎসকদের সচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা(ডায়াবেটিস ও কমিউনিটি মেডিসিন বিশেষজ্ঞ)।

উল্লেখ্য যে, আগামী ৭দিন ধরে ৫০০ পল্লী চিকিৎসকদের এই প্রশিক্ষণ দেয়া হবে।।