কবিতা: প্রেম

0
263

প্রেম
সুদীপ চন্দ্র হালদার

মনুষ্যের এক অবাধ্য অনুভূতি তুমি,
প্রিয় ব্যক্তি বস্তুতে বড় দুর্বলতা তুমি,
ভাললাগা হতে ভালবাসার গভীরতম স্তর তুমি,
সংজ্ঞায় সীমিত ব্রাকেটবন্দী না হওয়ার উত্তরহীনতা তুমি।

ভালবাসা, বিশ্বাস, আস্থার সমন্বয় তুমি,
সাথে হারানোর ভয় আর ঈর্ষাও তুমি,
তুমি নিঃস্বার্থ হতে পার, তবে নিঃশর্ত নয় কভু!
তাইতো সুরঞ্জনাকে করা জীবনানন্দের নিষেধ তুমি।

শিশুর খেলনা চিরতরে হারানোর ন্যায় শাহনাজের
নিষ্পাপ যে পাগলামী সিদ্ধার্থ বিয়োগে, তাই তুমি।
সব্যসাচীর আর্তনাদ, প্রার্থনা, তার মহারাণীর
মহাপ্রস্থানে পায়ে চুমু এঁকে চন্দন চর্চিত করা, তাই তুমি।

বাবা-মা, ভিটেমাটির জন্য যে পরাণটা পুড়ে, তাই তুমি।
প্রাণেশ্বরীর কালো টিপে যে অপার মুগ্ধতা, তাই তুমি।
তার উচ্ছলতায় আনন্দ, ব্যথাতে ব্যথাতুর, তাই তুমি।
যার মোহে তারাশঙ্করের তারিণীকে ঘৃণা, তাই তুমি।

তুমি ‘মনসামঙ্গল’ কাব্যে লখিন্দর বেহুলার
স্বর্গীয় সুষমাময় পবিত্র সুধা।
তুমি চর্যাপদের শবর-শবরীর
রঙ্গিন হৃদয়ের পাগলামীর আখ্যান।

তুমি চন্ডীদাস রজকিনীর প্লেটোনিক লাভ,
তুমি নীরদচন্দ্রের অজেয় জীবধর্মময় কাম,
তুমি সোজাসাপ্টা নির্মলেন্দুর ছদ্মবেশী
কামের শিল্প সম্মত সাংস্কৃতিক আয়োজন।

তুমি পঞ্চদশ বর্ষের কিশোরের হাতে হাত রাখায়,
শিহরণে ঘুমাতে না পারা কিশোরীর অনুভূতি!
তুমি বেলালের মিলনে সাকিনার অভিব্যক্তি,
তুমি প্রথম যৌবনে বিপরীত লিঙ্গের প্রতি পূর্ণ আসক্তি।

তুমি কিউপিডের ছোড়া তীরে বিদ্ধ তরুণ-তরুণী,
তুমি লাস্যময়ীর ঝংকারে ধ্যানভগ্ন মুনি ঋষির কাহিনী,
তুমি বিচ্ছেদকাতর প্রেমিকের কালজয়ী ‘দেবদাস’,
তুমি বিপ্লবী লেলিনের রাজনৈতিক প্রশ্ন।

তুমি স্বর্গের মহিমায় সুবাতাসিত অমিত লাবণ্য,
তুমি সৈয়দ শামসুলের ‘তুমি সেই তরবারি’,
তুমি আল মাহমুদের ‘বিপাশার চোখ’,
তুমি ‘চিঠি’তে সোহরাবের আকুতি সিক্ত সুধা।

তুমি অনুচ্চার্য এক বিরাট অর্থময়তা,
তুমি রবি’র ‘নষ্ট নীড়’, সত্যজিতের ‘চারুলতা’,
তুমি সেলিম আল দীনের বহুবার প্রেমে পড়ার গল্প,
তুমি অমিতের লাবণ্য না কেতকী, কুবেরের মালা না কপিলা?

তুমি রবি’র সর্বস্ব ত্যাগে ভালবাসা,
তুমি প্রিয়’র সত্তাকে মহার্ঘ্য অনুভবে
আপন সত্তাকে শতভাগ সমর্পনের অপর নাম।
তুমি সীমাবদ্ধ চেতনার বাইরে এক মহতী সত্তা, প্রেম।