ফ্রান্সের হয়ে আর গোলপোস্টে দাঁড়াবেন না লরিস

0
101

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ফ্রান্স গোলরক্ষক হুগো লরিস। ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দেন তিনি।

অবসরের ঘোষণার লরিস বলেন, ‘আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি, যেখানে আমার জীবনের সবকিছু রয়েছে।’

অধিনায়ক হিসেবে টনা দুই বিশ্বকাপ জিতে রেকর্ড গড়ার সুযোগ এসেছিল ৩৬ বছর বয়সী এই গোলরক্ষকের। ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে সে সুযোগ হাতছাড়া হয় তার।

সাক্ষাৎকারে লরিস বলেন, ‘আমি মনে করি এই মুহূর্তেই অবসরের সিদ্ধান্ত নেয়া উচিত। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার এটাই শ্রেষ্ঠ সময়। গত ছয় মাস ধরে আমি এটা নিয়ে ভাবছিলাম। আর বিশ্বকাপ শেষ হওয়ার পরে সিদ্ধান্তটি নিতে আমার জন্য সহজ হলো।’

ফ্রান্সের জার্সিতে ২০০৮ সালে উরুগুয়ের বিপক্ষে অভিষেক হয় লরিসের। খেলেছেন ১৪৫ ম্যাচ, যার শেষটা কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষেই।

ফরাসিদের নেতৃত্ব দিয়েছেন ১২১টি ম্যাচে। ২০১৮ সালে ফ্রান্সের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে গুরুপূর্ণ ভূমিকায় ছিলেন লরিস।

ফ্রান্স ফুটবল দলকে বিদায় বললেও আরও কয়েকবছর ক্লাব ফুটবলে সম্পৃক্ত থাকতে চান তিনি। বর্তমানে তিনি টটেনহ্যামের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।