ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধে কোনো ট্যাক্স থাকছে না

0
87

ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ টসিলিজুমাব এবং অ্যাম্ফোটেরিসিন বির ওপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ছাড় বহাল থাকবে। তবে পরিস্থিতি সাপেক্ষে এই সময়সীমা বাড়ানো হতে পারে। শনিবার (১২ জুন) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, কোভিড চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের উপর ট্যাক্স কমানোর আবেদন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে ভারতে করোনা টিকার ওপর পাঁচ শতাংশ ট্যাক্স বহালই আছে।

সীতারামন বলেন, ‘কোভিড টিকার উপর ৫ শতাংশ জিএসটি বহাল থাকছে। ঘোষণা মতো কেন্দ্রই ৭৫ শতাংশ টিকা কিনবে। তার জন্য জিএসটিও দেবে। তবে জিএসটি থেকে যে আয় হবে, তার ৭০ শতাংশই রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেওয়া হবে।’