লিডারশিপ পুরস্কার পেল বিজিএমইএ

0
71

বিশ্বের প্রথম বাণিজ্যিক সংগঠন হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সেলের লিডারশিপ পুরস্কার পেল বিজিএমইএ। পরিবেশ বান্ধব পোশাক কারখানা স্থাপনে নেতৃত্ব দেওয়ায় এ স্বীকৃতি পেয়েছে সংগঠনটি।

শনিবার (১২ জুন) দুপুরে গুলশানের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, লিড সনদ পাওয়া বিশ্বের সেরা ১০টি সবুজ কারখানার ৯টি বাংলাদেশের। আর সেরা ১০০’র তালিকায় বাংলাদেশের কারখানা আছে ৩৯টি।

বিজিএমইএ’র পক্ষ থেকে জানানো হয়, আরও ৫শটি কারখানা লিড সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

অনুষ্ঠানে ইউএসজিবিসি’র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক পি গোপাল কৃষ্ণ বলেন, মানবসৃষ্ট কার্বন নিঃসরণের ১০ শতাংশের জন্য দায়ী ফ্যাশন খাত। তাই এই শিল্পের আরো দায়িত্বশীল হবার সময় এসেছে। আর এক্ষেত্রে বাংলাদেশ অনুকরণীয় ভূমিকা রাখছে। পরিবেশ বান্ধব কারখানা স্থাপনে সত্যিকার নেতার মতো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ।

বিজিএমইএ সভাপতি জানান, ২০৩০ সালের মধ্যে পোশাক শিল্পে কার্বন নিঃসরণের মাত্রা ৩০ শতাংশ কমানোর লক্ষ্য ঠিক হয়েছে। কিন্তু বাংলাদেশে পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করলেও পোশাকের বৈশ্বিক ক্রেতারা দামের বেলায় কৃপণতা করছেন বলে অভিযোগ করেন বিজিএমইএ সভাপতি।