নগরীর ৩৪ নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি পূনর্গঠন সম্পন্ন

0
87

আজ ১১ জুন শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড শাখার কমিটি পুনর্গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহাসিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা মহানগর পশ্চিম সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানা সভাপতি আলহাজ্ব দেওয়ান মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নাসিম খান, সাংগঠনিক সম্পাদক আল-আমিন রাসেল।

অনুষ্ঠানে ৩৪ নং ওয়ার্ড শাখা ২০২১-২০২২ সেশনের জন্য সভাপতি হিসেবে আলহাজ্ব মোঃ মহাসিন, সহ-সভাপতি হেমায়েত উদ্দিন ও সেক্রেটারী হিসেবে আতাউর রহমানকে মনোনীত করা হয়।