নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করে বরখাস্ত পাকিস্তানের টিভি উপস্থাপক

0
77

নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করে বরখাস্ত হলেন পাকিস্তানের জনপ্রিয় টিভি উপস্থাপক হামিদ মীর। তাকে ‘জিয়ো’ নিউজের রেগুলার টকশো থেকে বরখাস্ত করা হয়। এ ঘটনায় মিডিয়ার ওপর সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে গোটা পাকিস্তানে।

এ বিষয়ে ‘জিয়ো’ টিভি কর্তৃপক্ষ বলছে, বর্তমানে কোন টকশো বা সংবাদ উপস্থাপনায় থাকছেন না হামিদ মীর। তবে এটি স্থায়ী নিষেধাজ্ঞা কিনা তা নিশ্চিত করা হয়নি।

হামিদ মীর বলেন, কোন হুমকি ধামকিতেই তার কণ্ঠ রোধ করা যাবে না। এর আগেও সরকারের সমালোচনা করায় দুই দুইবার চাকরি হারিয়েছেন তিনি।

এর আগে ২০১৪ সালে হামিদ মীরের গাড়ি লক্ষ্য করে গুলি করে এক বন্দুকধারী। শরীরে ছয়টি গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে যান তিনি। এ ঘটনার জন্য সেই সময় দায়ী করা হয় সেনা গোয়েন্দা সংস্থা ‘আইএসআই’কে।