বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনের এনসিডির সেমিনার

0
86

রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনের এনসিডির সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রোগ্রাম স্বাস্থ্যসেবা অধিদপ্তরের সহযোগিতায় অসংক্রামক ব্যাধী প্রতিরোধের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা পর্যায়ে একদিনের সেমিনারের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন আলী।

প্রশিক্ষক হিসেবে দিক নিদের্শনা বিভিন্ন রোগের নিরাময় সম্পর্কে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আফরোজ সুলতানা (লুনা), মেডিকেল অফিসার ডাঃ মো. আব্দুল্লাহ আল তানভীর তালুকদার। এসময় সাংবাদিক মোঃ আবেদ আলী, মো. মাজেদুর রহমান, মো. মোশারফ হোসেন, রতন ঘোষ পিযুষ, নাজমুল ইসলাম মিলন, , রেজা মোঃতৌফিক, রনজিৎসরকার রাজ, কার্তিক ব্যানার্জী, বিকাশ ঘোষ, মো. তোফাজ্জল হোসেন, মো. আব্দুল জলিল, , নিজপাড়া ইউনিয়নের ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া, মোহনপুর ইউনিয়নের ইউপি সদস্য হামিদুল ইসলাম হামিদ, পাল্টাপৃর ইউনিয়নের ইউপি সদস্য রেজাজুল হক ফরিদ, নয়ন ইসলাম, সাতোর ইউনিয়নের ইউপি সদস্য মহিরউদ্দীন, সুজালপুর ইউনিয়নের ইউপি সদস্য ভবেস চন্দ্র রায়, বাদশা মিয়া, শিবরামপুর ইউনিয়নের ইউপি সদস্য শহীদ আলী সহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের সদস্যগণ উপস্থিত ছিলেন। ডাঃ মহসীন আলী তার বক্তব্যে বলেন, বীরগঞ্জে গ্রাম্য ডাক্তারদের কারণে আজ স্বাস্থ্য সেবা ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। লাইসেন্স প্রাপ্ত ডায়াগনস্টিক সেন্টার দুটি বাকিগুলোর কোন কাজপত্র নেই এবং কোন ডাক্তারও বসেন না। ডায়াগনস্টিক সেন্টারের মালিকেরা হাতুরে ডাক্তার দিয়ে রোগীদের চিকিৎসা করাচ্ছেন। তিনি এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।