পুঠিয়ায় মাক্স না পরায় ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

0
86

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় স্বাস্থ্য বিধি না মানায় ১৯ ব্যাক্তিকে ১১৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সকাল দশটা থেকে উপজেলার বানেস্বর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি যাদের মাক্স নেই তাদের মাঝে মাক্স বিতরণ করা হয় এবং প্রতিদিনের মতো হ্যান্ড মাইক নিয়ে জনসচেতনতা মূলক নির্দেশনা দেওয়া হয়। উল্লেখ্য রাজশাহীতে হু হু করে বাড়তেই আছে করোনা আক্রান্ত রুগীর সংখ্যা। বানেস্বর হাটের একজন সচেতন ব্যাবসায়ী বলেন, সেই মোতাবেক জনসাধারণের মাঝে স্বাস্থ্য বিধি লক্ষ্য করা যাচ্ছে না আবার মানছেননা অনেকেই।

পুঠিয়ায় এই সময় আমের মৌসুম হওয়ায় বানেস্বর হাটের স্বাস্থ্য বিধি আরো ভেঙে পরেছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, প্রশাসন দেখলে মাক্স পরে চলে গেলে খুলে ফেলে দেয়। কিন্তু এভাবে চললে পরিস্থিতি আর স্বাভাবিক থাকবেনা। উপজেলা প্রশাসন থেকে জানাযায় এ অভিযান অব্যাহত থাকবে।