শ্রীনগরে পানকৌড়ির আগমনে মুখরিত চারপাশ

0
88

আরিফুল ইসলাম শ্যামল: খালে বিলে জোয়ারের পানি আসার পাশাপাশি বিভিন্ন স্থানে পানকৌড়ির ব্যাপক আগমন ঘটছে। ঝাঁকে ঝাঁকে পানকৌড়ির দল বিভিন্ন উঁচু গাছ পালায় বাসা বাঁধছে। পানকৌড়ির কিচিরমিচির শব্দে পুরো এলাকা কোলাহলে মুখরিত হয়ে উঠছে। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিল এলাকাসহ লোকালয়ের বিভিন্ন জলাশয়ের কাছাকাছি উঁচু গাছের মগডালে অতিথি পাখি পানকৌড়ির আগমন লক্ষ্য করা গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বর্ষার আগমনে ইতিমধ্যেই উপজেলার খাল-বিল, পুকুর ও জলাশয়গুলোতে জোয়ারের পানি দিনদিন বৃদ্ধি পাচ্ছে। অল্প পানিতে পানকৌড়িরা ডুবিয়ে ডুবিয়ে ছোট ছোট মাছ শিকার করছে। সন্ধ্যার সাঁজ পরতেই এসব শিকারি পানকৌড়ির দল নিজ নীড়ে ফিরছে। লক্ষ্য করা গেছে, আড়িয়াল বিল এলাকার গাদিঘাট, শ্রীনগর সরকারি কলেজ, কুকুটিয়ার এলাকার বিবন্দী বাজার সংলগ্নসহ বিভিন্ন স্থানে উঁচু কড়ই গাছগুলোতে এসব পানকৌড়িরা আবাসন গড়ে তুলেছে। গাছের মগডালে শত শত বাসা বেঁধেছে তারা। পানকৌড়ির ডাক ও কলরব শব্দ অনেক দূর থেকেই শুনতে পাওয়া যাচ্ছে।

জানা গেছে, স্থানীয়রা পানকৌড়িকে কাউপানি নামেও চিনেন। পানকৌড়ির হাকডাক ও গাছে ডানা মেলে রোদে গা শুকানোর দৃশ্য সচরাচর এখন আর চোখে পরেনা। পানকৌড়ির মিলন মেলার এমন অপরুপ নজরকারা দৃশ্য উপভোগ অনেকেই আসছেন এখানে।

স্থানীয়রা জানায়, এখানকার খালে বিলে এখন জোয়ারের টলটলে নতুন পানি ডুকছে। এরই মধ্যে পানকৌড়িরা দলে দলে আসতে শুরু করছে। বিভিন্ন গাছে গাছে এসব অতিথি পানকৌড়িরা বাসা বেঁধেছে। কিছুদিনের মধ্যে পানকৌড়িরা এসব বাসায় বংশ বিস্তার করবে। কয়েক মাসের ব্যবধানে এসব পানকৌড়ির সংখ্যা কয়েকগুন বেড়ে যাবে। তখন হাজারো পানকৌড়ির কোলাহলে পুরো এলাকা আরো মুখরিত হয়ে উঠবে। কার্তিক মাস নাগাদ এই অঞ্চলের খাল-বিলের পানি যখন শুকিয়ে যাওয়ার সাথে সাথে পানকৌড়ির দল অন্য কোনও অঞ্চলে চলে যাবে।

জানা গেছে, শ্রীনগর সরকারি কলেজ প্রাঙ্গণের গাছগুলোতে বছরের প্রায় ১২ মাসই এসব পানকৌড়ির বসবাস রয়েছে। এখানে কলেজ ক্যাম্পাস জুড়ে বিভিন্ন গাছ পালায় হাজারো পানকৌড়ির আস্তানা রয়েছে।