স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি ছাত্রদলের

0
320

স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ দাবিতে তারা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা মাদকমুক্ত ক্যাম্পাসের দাবি জানায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহসভাপতি আশরাফুল আলম ফকির লিংকন প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক নির্মুলের ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানান।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় এক বছরের অধিক সময় ধরে বন্ধ। এ সময় অনলাইনে ক্লাস ও পরীক্ষার নেওয়ার কথা বলা হলেও বাস্তবে কার্যকরী কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে যেভাবে মেধাশূন্য করে রাখা হচ্ছে, তাতে একদিকে যেমন বেকারত্বের হার বাড়বে, অন্যদিকে অনেক শিক্ষার্থী তাদের চাকরির বয়সসীমা হারিয়ে আজীবন বেকারত্বের পথ বেছে নিবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা জেনেছি, আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৩ তারিখ বিশ্ববিদ্যালয়গুলো খুলতে দেবে কি না তা আমরা নিশ্চিত নই।