ভোলায় জবাইকৃত হরিণ উদ্ধার

0
205

ইয়ামিন হোসেন, ভোলা: ভোলার চরফ্যাশন নজরুল নগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৪২ কেজি ওজনের একটি জবাইকৃত হরিণ উদ্ধার করেছে দক্ষিণ জোন কোস্ট গার্ড।

২৭ শে মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা দক্ষিন জোন এর আওতাধীন বিসিজি আউটপোস্ট চরমানিকা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে, কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেন এর নেতৃত্বে, চরফ্যাশন উপজেলার নজরুল নগর এলাকায় একটি নৌকায় তল্লাশি চালিয়ে এই জবাইকৃত হরিণ উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ড অভিযানের টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

উদ্ধারকৃত হরিণ বন বিভাগের বরাবর হস্তান্তর করেন কোস্ট গার্ড।কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মেহেদী হাসান বলেন, বাংলাদেশ কোস্টগার্ড এর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বন দস্যুতা, ডাকাতি দমন রোধে কোস্টগার্ড জিরোট্রলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।