শার্শায় সামজিক সংগঠন SKBK ব্লাডব্যাংকের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ

0
94

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শায় সামজিক সংগঠন SKBK সম্মিলিত ব্লাডব্যাংকের উদ্যোগে হাফেজ ছাত্রদের মাঝে ৩৫ পিস পৃথীবির শ্রেষ্ঠ কিতাব আল কোরআন বিতরণ করা হয়েছে।

শুক্রবার(২৮ মে) SKBK ব্লাডব্যাংকের সদস্যদের নিজস্ব অর্থায়নে উপজেলার বাগআঁচড়া এলাকায় এ কোরআন শরীফ গুলো বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আন্তজার্তিক বিষায়ক সম্পাদক সাইদুর রহমান, স্বাস্থ্য বিষায়ক সম্পাদক মাসুদ রানা সভাপতি রাকিব হাসান সেক্রেটারি সোহানুর রহমান প্রতিষ্ঠাতা পরিচালক মেহেদী হাসান সহ আঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক আশিকুর, কাদের, হাবিবুর,সাজ্জাত, ফিজিওথেরাফি সাইফুজাম্মান, বিল্লাল,আলিমুল, জাহিদুল রাসেল, সুরাইয়া ইয়াসমিন সুমি,আফিয়া,রহিমা আক্তার প্রমুখ।

এ সময় সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক সাজু আহম্মেদ বলেন, ২০ মে ২০২০ সাল থেকে সংগঠনটির পফচলা আমরা সেচ্ছায় রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক মুলক কাজ করে আসছি, সমাজের বিত্তবান, বিশিষ্ট ব্যবসায়ী সহ সকলে সহযোগিতা করলে আমরা এগিয়ে যাবো আন্ত মানবতার সেবায়।