আবারও তাপমাত্রা বাড়ছে

0
82

টানা তাপদাহের মাঝেই ঘূর্ণিঝড় ইয়াস-এর প্রভাবে ঝড়-বৃষ্টি হয়। এতে উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হলেও তাপমাত্রা কমায় জনজীবনে স্বস্তি নেমেছিল। কিন্তু ঘূর্ণিঝড় না যেতেই আবার তাপপ্রবাহ বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিনে দেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানায়। তবে রাতের তাপমাত্রা আগের মতো থাকবে বলেও জানায় আবহাওয়া অফিস।

বুলেটিনে আরও জানানো হয়, শনিবার সকাল পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও ঢাকায় ৩২ ডিগ্রি সেলসিয়াস ছিল।

এদিকে সর্বোচ্চ বৃষ্টিপাত ময়মনসিংহে ২৮ মিলিমিটার হয়েছে বলেও জানানো হয় বুলেটিনে।