চীনকে চাপে রাখতে ৮ দেশের নতুন জোট

0
88

চীনের ক্রমবর্ধমান প্রভাব খর্ব করতে যুক্তরাষ্ট্রসহ আটটি দেশের জ্যেষ্ঠ আইনপ্রণেতারা মিলে একটি নতুন আন্তঃপার্লামেন্ট জোট গঠন করেছেন। শুক্রবার ইন্টার-পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না নামের এ জোটের যাত্রা হয়েছে। খবর ব্লুমবার্গ।মূলত বিশ্ব বাণিজ্য, নিরাপত্তা খাতে চীনের প্রভাব কমাতে ও মানবাধিকার খাতে চীনের ভূমিকা বিষয়ে কাজ করতেই এই জোটের উদ্ভব।

নতুন গঠিত জোটের কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সিনেটর মার্কো রুবিও, ডেমোক্র্যাট সিনেটর বব মেন্দেজ, জাপানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি, ইউরোপীয় পার্লামেন্টের ফরেন অ্যাফেয়ার্স কমিটি মেম্বার মিরিয়াম লেক্সমান এবং যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা ইয়াইন ডানকান স্মিথ। যুক্তরাষ্ট্র ছাড়াও জোটটিতে জার্মানি, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, নরওয়ে এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা যোগ দিয়েছেন