ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ট্রলার ডুবি

0
92

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলী এলাকায় মেঘনা নদীতে মায়ের দোয়া-৩ নামের একটি মাছ ধরার ট্রলার তলা ফেটে ডুবে গেছে। ।

মঙ্গলবার (২৫ মে) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় ওই ট্রলারে থাকা ৭ জেলে সাঁতরে তীরে এসেছে।

জেলেরা জানান, দৌলতখান থেকে মাছ শিকারের জন্য ধনিয়া তুলাতুলীর মেঘনায় আসেন তারা। ঘূর্ণিঝড় ইয়াসের সতর্কতা সংকেত পেয়ে মঙ্গলবার (২৫ মে) বিকেলে দৌলতখানের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ মেঘনায় তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময় অতিরিক্ত জোয়ারের কারণে ট্রলারের তলা ফেটে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ৭ জেলে সাঁতার কেটে তীরে চলে আসে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ইয়াসের প্রভাবে জোয়ারের কবলে পড়ে দৌলতখানে মায়ের দোয়া-৩ নামের একটি মাছ ধরার ট্রলার তলা ফেটে তলিয়ে যায়। ট্রলারে থাকা জেলেরা সাঁতার কেটে তীরে এসে অবস্থান নেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে জেলেদের সঙ্গে কথা বলেছি।