বাঘায় খামার থেকে চুরি হওয়া ১২টি মহিষ পুঠিয়া থেকে উদ্ধার

0
140

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় ছোট বড় বারটি মহিষ উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ। পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের আট নং ওয়ার্ড বারইপাড়ায় অবস্থিত কাঠের আড়ৎ এর কাছ থেকে মহিষ গুলো উদ্ধার হয়।

এ সময় মহিষের পালকে তাড়িয়ে নিয়ে আসা রাখাল পালিয়ে যেতে সক্ষম হয়। তবে এলাকাবাসীর অভিযোগ মহিষ খুজতে আসা অপরিচিত কয়েকটি লোক রাখালকে পালাতে সহায়তা করে।

জানাযায় গতকাল মধ্য রাতে বাঘা থানার পলাশী ফতেপুর এলাকার আশরাফ ঘোষের মহিষের বাথান হতে চোরেরা ১২টি মহিষ চুরি করে নিয়ে যায়। বাঘা থানা পুলিশ মধ্য রাত হতে সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে এবং পুঠিয়া থানা পুলিশকে সংবাদ অবহিত করে তাদের সহায়তা নিয়ে আজ সকালে চোরাই ১২টি মহিষ উদ্ধার করেন।

বাঘা থানা সূত্রে জানা গেছে পালিয়ে যাওয়া অপরাধীকে সনাক্ত করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে প্রধান আসামীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তবে আটক ব্যাক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।