উল্লাপাড়ায় পুলিশের উপর ওয়ারেন্টভুক্ত আাসামির হামলা, থানায় মামলা

0
90

উল্লাপাড়া প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দু’টি মামলার সাজা প্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামী খাদেমুল ইসলামকে পুলিশ গ্রেফতার করার সময় খাদেমুল পুলিশের সাথে অসৎ আচরণ প্রদর্শন করে। এ ঘটনায় পুলিশ খাদেমুলকে গ্রেফতার করে অসৎ আচরণের দায়ে সোমবার রাতে উল্লাপাড়া মডেল থানায় আরেকটি নতুন মামলা দায়ের করেছে। মডেল থানার উপ-পরিদর্শক মোঃ ইব্রাহিম এ মামলার বাদী।

মডেল থানার মামলা সুত্রে জানা গেছে , একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খাদেমুল ইসলাম উপজেলার ব্রক্ষ্মকপালিয়া গ্রামের কাশেম সরকারের ছেলে। তার বিরুদ্ধে দায়ের করা দু’টি মামলায় বিজ্ঞ আদালত ওয়ারেন্ট জারি করেন। গত সোমবার রাতে মডেল থানা পুলিশ খাদেমুল ইসলামকে গ্রেফতার করতে তার বাড়ী ঘেরাও করে। এসময় সে বাড়ীতেই ছিল। এক পর্যায়ে আসামী খাদেমুল ইসলাম পুলিশের উপর চড়াও হয়ে হামলা চালায়।

এ হামলায় পুলিশের একজন সদস্য রায়হান আহত হয়৷ অবশেষে পুলিশ সেখান থেকেই তাকে গ্রেফতার করে এবং খাদেমুলের অসৎ আচরণের জন্য পুলিশ বাদী হয়ে থানায় মামলা করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন৷