মোংলা বন্দরে নিরাপদ আশ্রয়ে নৌবাহিনী ও কোস্টগার্ডের ৮ যুদ্ধ জাহাজ

0
144

মোংলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর কারণে মোংলা বন্দরে নিরাপদ আশ্রয়ে নোঙ্গর করেছে নৌবাহিনী ও কোস্টগার্ডের আটটি যুদ্ধ জাহাজ। সোমবার সকালে বন্দরের ছয়, সাত ও আট নম্বর জেটিতে নোঙ্গর করে এসব যুদ্ধ জাহাজ। চট্রগ্রাম থেকে আসা এসব জাহাজের ছয়টিই নৌবাহিনীর। বাকী দুইটি কোস্টগার্ডের।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, সকালে চট্রগ্রাম বন্দর থেকে বাংলাদেশ নৌ বাহিনীর প্রত্যাশা, স্বাধীনতা, শাপলা, সুরভী, সৈকত ও শৈবাল এবং কোস্টগার্ডের সৈয়দ নজরুল ও তাজউদ্দিন নামে এই আটটি যুদ্ধ জাহাজ মোংলা বন্দরে নিরাপদ আশ্রয়ে আসে।

ঝড়ের কারণে নিরাপদ আশ্রয় নিতেই বন্দর জেটিতে নোঙ্গর করে এসব জাহাজ। দুর্যোগ কেটে গেলে পুনরায় এসব জাহাজ তাদের গন্তব্যে ফিরে যাবে বলেও জানান তিনি।আটটি যুদ্ধ জাহাজে প্রায় আট শতাধিক নাবিক রয়েছেন বলেও জানান তিনি।