লালমনিরহাটে মোটরসাইকেল চলানো শিখতে গিয়ে প্রাণ গেল কিশোরের

0
108

পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের সদর উপজেলায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে গরুর দড়ির সঙ্গে প্যাঁচ খেয়ে সাফিউল ইসলাম শিপন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ মে) দুপুরে উপজেলার মহেন্দ্রনগরে ইউনিয়নের সাতপাটকী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। সে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। নিহত সাফিউল ইসলাম উপজেলা সদর এলাকার মহেন্দ্রনগরের সাতপাটকী গ্রামের একরামুল হক মিঠু ছেলে।

জানা যায় , সোমবার দুপুরে মহেন্দ্রনগর এলাকার সাতপাটকী গ্রামে মোটরসাইকেল চালানো শিখতে যায় সাফিউল। মোটরসাইকেল চালানো শেখার একপর্যায়ে গরুর দড়ির সঙ্গে প্যাঁচ খেয়ে মোটরসাইকেলসহ ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।