মুন্সীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামী গ্রেফতার

0
154

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামী মো. সেলিম বেপারী (৩৪) কে আটক করেছে ডিবি পুলিশ। ২৩ ই মে রবিবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে তাকে আটক করে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ।

তথ্য সুত্রে জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিওিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার দেওসার এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ সেলিম বেপারী কে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোহাম্মদ সেলিম বেপারী মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিন দেওসার এলাকার মাহবুব বেপারীর ছেলে।

উল্লেখ্য, আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বেও তার বিরুদ্ধে কয়েকটি মাদক মামলা আছে।