ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ১৪

0
80

ইতালির উত্তরাঞ্চলের ম্যাগিওর লেকের কাছে একটি পর্যটন কেন্দ্রে ক্যাবল কার দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। গতকাল স্থানীয় সময় রবিবার কারটি তার থেকে ছিটকে পড়ে দুর্ঘটনা পড়ে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ১৪ জনের মধ্যে একজন শিশু রয়েছে। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
দেশটির স্ট্রেসা শহর থেকে মোটারোন পাহাড়ি এলাকায় যাত্রী বহন করা হচ্ছিল। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, সেই জায়গাটি ঘন জঙ্গলে আচ্ছাদিত। গাছের পাশে পড়ে আছে ওই কার।

নিহতদের মধ্যে পাঁচজন ইসরায়েলি নাগরিক। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে। জানা গেছে, নিহতদের বেশিরভাগই মারা গেছে দুর্ঘটনাস্থলে।

উল্লেখ্য পর্যটন কেন্দ্রটির ওয়েবসাইট থেকে জানা যায়, এই ক্যাবল কারগুলো মূলত ২০ মিনিটে পর্যটকদের নিয়ে যায়। সাগরের ওপর দিয়ে দুই পাহাড়ের মাঝে এই ক্যাবল লাইন স্থাপন করা হয়েছে। এটি প্রায় ১ হাজার ৪৯১ মিটার উঁচু।