রাঙ্গাবালীতে খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ

0
101

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের নিচকাটা থেকে বাবলাতলা (রাবনাবাদ) নদী পারাপারে দ্বিগুণ ভাড়া আদায়, যাত্রী হয়রানি, যাত্রীদের সঙ্গে অসদাচারণের অভিযোগ পাওয়া গেছে। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে খেয়ার পরিচালক নিজের মত খেয়া পরিচালনা করছে। এছাড়াও অতিরিক্ত যাত্রী ধারন করা হচ্ছে, মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি।

স্থানীয়রা জানান, সাধারণ যাত্রী পারাপারে দ্বিগুণ টাকা আদায় করেন। যাত্রীরা দ্বিগুন ভাড়া না দিলে খেয়ার পরিচালনার দায়িত্বে থাকা হামজালা যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করে। অনেক সময় যাত্রীরা হেনেস্তার শিকার হন।

হামজালা মৌডুবী ইউনিয়নের কাজিকান্দা এলাকার মৃত আঃ মজিদ এর ছেলে। তিনি ইজারাদারের হয়ে খেয়া পরিচালনার দায়িত্বে রয়েছেন।

এ বিষয়ে মুঠোফেনে জানতে চাইলে হামজালা অতিরিক্ত টাকা নেয়ার কথা শিকার করে বলেন, লকডাউনে যাত্রী কম থাকার কারনে ১০০ টাকা করে নেই ।

এ বিষয়ে খেয়ার ইজারাদার মোঃ লাবু তালুকদার মুঠোফোনে বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়ার বিষয়ে আমি জানিনা। আমি হামজালাকে লিজ দিয়ে দিছি, তারপরও খোজ নিয়ে দেখবো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান বলেন, এ বিষয়ে খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।