শ্রীনগরের বাঘড়ায় ফাইভ মার্ডার মামলায় সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

0
146

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার বাঘড়ায় আলোচিত ফাইভ মার্ডার মামলায় যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী হাসিম হাওলাদার (৭০) ঢাকা কেন্দ্রীয় কারাগারে মারা গেছে। পারিবারিক সূত্রে গত শনিবার রাতে তার মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

খোঁজ খবর নিয়ে জানা যায়, আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০০১ সালে বাঘড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মনোয়ার আলীসহ ৫ জন নিহতের ঘটনা ঘটে। ওই ফাইভ মার্ডার মামলার রায়ে বাঘড়ার জাবেদ আলী হাওলাদারের ছেলে হাসিম হাওলাদারের বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ হয়। পরে গত ২০০৩ সালে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে।

এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলে আসামীর বিরুদ্ধে একই রায় রায় বহাল থাকে। পরে সুপ্রিমকোর্টে আপিল করা হলে সুপ্রিমকোর্ট হাসিম হাওলাদারকে যাবতজীবন কারাদন্ডে দন্ডিত করেন।