রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সেনাবাহিনীর এফ এসকে হত্যার হুমকি, আটক ৮

0
87

জেলা প্রতিনিধি,পাবনা:  শনিবার (২২ মে) সন্ধ্যা ৬ ঘটিকার সময় বেসামরিক কিছু ব্যক্তিবর্গ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অবৈধভাবে ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া মোটরসাইকেল নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৮ নং ওয়াচ টাওয়ার এর নদীর তীরবর্তী এলাকায় প্রবেশ করে।

সেনাবাহিনীর এফ এস তাদের পরিচয় জিজ্ঞেস করে তাদেরকে চলে যেতে অনুরোধ করলে একপর্যায়ে তর্ক বির্তকে লিপ্ত হয় মোটর সাইকেল আরোহীরা। তারা সেনাবাহিনীর এফ এস কে লক্ষিকুন্ডা ইউনিয়নের ইট ভাটা এলাকায় নিয়ে হত্যার হুমকিসহ ভয় ভীতি দেখায়। পরবর্তীতে বিষয়টি সেনাবাহিনীর এফ.এস সদস্যরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলে ৪টি মোটরসাইকেল এবং ৯টি মোবাইল সহ তাদের আটক করা হয।

পরবর্তীতে তাদেরকে রাত ১০ ঘাটিকায় রূপপুর পুলিশ ফাঁড়ির এএসআই আনোয়ার এর নিকট হস্তান্তর করা হয়।

আটককৃত ব্যাক্তিরা হলেন, রিপন হোসেন(২০) পিতাঃ ইমরান হোসেন, শাওন হাসান (২২)পিতাঃ দুলাল হোসেন, ফজলে রাব্বী (২০) নুরুল ইসলাম, বাপ্পী (২১)পিতাঃ মোঃ সিরাজ, মোহাম্মদ মুন্না হোসেন(১৯)
পিতাঃ জিল্লুর রহমান, আসিফ হোসেন (২০)পিতাঃ মোঃ আলাল, মনোয়ার হোসেন (২১)পিতাঃ লিটন হোসেন, শান্ত মিয়া (২০)পিতা: লিটন মিয়া, তারা হলেন চর রূপপুর, ঈশ্বরদী,পাবনা বাসিন্দা।