সিরাজদিখানে জলাতঙ্ক নির্মূলে কুকুরকে টিকাদান কার্যক্রম

0
93

জাহাঙ্গীর আলম চমক সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:জলাতঙ্ক নির্মূলে রবিবার থেকে ব্যাপকহারে কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু হবে। এ টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে আজ শনিবার দিনব্যাপী সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে (এ.সি.এস) প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের জুনেটিক ডিজিজ বিভাগের আয়োজনে, প্রাণিসম্পদ বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ৫ দিন ব্যাপী এ কার্যক্রম চলবে। আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা হতে দুপুর ১টা পর্যন্ত টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

আজ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা। প্রশিক্ষণ প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তর এর প্রশিক্ষক মো. শরীফুল ইসলাম। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এমটি(ইপিআই) মো. আলমগীর হোসেন গাজী।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ৩১ টি টিকাদান টীমের, ৩১ জন দক্ষ ডগ কেচার, ৩১ জন দক্ষ টিকাদান কর্মী, ৩১ জন স্বেচ্ছাসেবী, উপজেলার ১৪ টি ইউনিয়নের ১৪ জন সুপার ভাইজার (সহকারী স্বাস্থ্য পরিদর্শক)। তাদের হাতে কলমে প্রশিক্ষণ শেষে টিকাদান টীমের সকল সদস্য উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে শনিবার ২২ মে বিকেলে পাঠানো হয়।