গাজীপুরে ঝুট গুদামে আগুন

0
86

গাজীপুরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানার পরিত্যক্ত মালামালের (ঝুট) গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (২১ মে) ভোরে কোনাবাড়ির আমবাগ এলাকায় অবস্থিত গুদামটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গুদামের প্রায় সব মালামাল পুড়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল হামিদ বলেন, আমবাগ এলাকায় ব্যবসায়ী উজ্জল হোসেন, মো. কিবরিয়া, মোক্তার হোসেন ও সাইজুদ্দিনসহ পাঁচ ব্যবসায়ী জমি ভাড়া নিয়ে বড় একটি গুদাম তৈরি করেন। বিভিন্ন পোশাক কারখানা থেকে পরিত্যক্ত মালামাল কিনে সেখানে রেখে বিক্রি করতেন তাঁরা। ওই গুদামে আজ শুক্রবার ভোর ৬টার দিকে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গুদামের প্রায় সব মালামাল পুড়ে যায়।

আব্দুল হামিদ আরো বলেন, পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেশি সময় লেগেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।