সাতক্ষীরায় ভারতফেরত ১১ জনের করোনা শনাক্ত

0
86

সাতক্ষীরায় ভারত থেকে দেশে ফেরা ১৪২ জন বাংলাদেশির নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে তাদের করোনা পজিটিভ ফল আসে। বুধবার সকালে তাদেরকে বিশেষ ব্যবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনের রাখার ব্যবস্থা করা হয়েছে। তাদের বাড়ি সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায়।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, ভারত থেকে দেশে ফেরা ১৪২ জন বাংলাদেশি নাগরিককে সাতক্ষীরার তিনটি হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়। বুধবার তাদের কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা। কোয়ারেন্টাইনে আসার পর তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার রাতে পিসিআর ল্যাবে থেকে ১১ জনের করোনা পজিটিভ ফল এসেছে বলে জানানো হয়।

তিনি আরও জানান, করোনা পজিটিভ শনাক্ত হওয়া ১১ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হবে । সেখান থেকে রিপোর্ট আসলে তাদের ভেরিয়েন্ট সংক্রমণ হয়েছে কি না জানা যাবে।

সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, করোনা শনাক্তদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসার জন্য মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছে।