কানাডার মন্ট্রিয়লে ফিলিস্তিনিদের উপর ইসরাইলী হামলার প্রতিবাদ

0
157

কবির মোল্লা, কানাডা ব্যুরো: মুসলমানদের দ্বিতীয় ক্বাবা হিসেবে পরিচিত পবিত্র আল আকসা মসজিদে রমজানের বিদাতুল জুমা নামাজের সময় ইসরাইলী হানাদার বাহিনী অতর্কিতে বর্বর হামলা চালায়। সেই হামলায় শিশুসহ নামাজরত অবস্থায় অনেক মুসুল্লি শহীদ হয় এবং আহত হয়।

এই বর্বর হামলার প্রতিবাদে ফিলিস্তিনের নিরীহ এবং সাধারণ জনগণ প্রতিবাদ জানাতে শুরু করে ঠিক  তখনই ইসরায়েলী হানাদার দখলদার এবং সন্ত্রাসী বাহিনী বিমান ট্যাঙ্ক এবং আধুনিক সমরাস্ত্র নিয়ে নিরীহ ফিলিস্তিন জনগণের উপর ঝাঁপিয়ে পরে। এই হামলা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং প্রতিদিন নিরীহ শিশু নারী পুরুষ হত্যা করে চলেছে।

বিশ্বের অনেক বড় বড় মুসলিম দেশগুলো যখন নিরব রয়েছে তখন অনেক অমুসলিম দেশে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের ঝড় বইছে, বাদ যায়নি কানাডার মন্ট্রিয়ল শহরও।